পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (১০ মে) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এ ছোট ভাইয়ের বাসায় যান তিনি।
এ সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. শাহ মু. আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রাত ৯টার পর গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে নিয়ে গাড়িতে করে রওনা হন খালেদা জিয়া। নীল রঙের শাড়ি পরা বেগম জিয়া গাড়ির সামনের সিটে বসেন। এ সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। বেগম জিয়া ফিরোজা ত্যাগের সময় সেখানে দলের নেতাকর্মীদের দেখা গেছে।
লন্ডনে চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফেরেন খালেদা জিয়া। নেতাকর্মীরা বিপুল সংবর্ধনায় তাদের বরণ করে নেন। বাসায় ফিরে চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে ছিলেন বেগম জিয়া। চার দিন পর তিনি বাসা থেকে বের হলেন।