বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বাংলাদেশের মানুষ এবার নিজের ভোট নিজে দিবে। আমরা আশা করি আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ এবার সৎ যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দুর্নীতিবাজ চাঁদাবাজ ও দখলদারদের প্রত্যাখান করবে। তিনি সকলকে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহবান জানান।

রোববার নগরীর দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, সর্বস্তরের জনগণের নিকট আমাদের দাওয়াত পোঁছাতে হবে। জনগণকে ঐকবদ্ধ করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই সনদকে আইনে ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ক্ষমতায় অতীতে যারা ছিল তাদের ব্যক্তির ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের এবং জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই এবার জনগণ পরিবর্তন চায়। নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের খুনীদের বিচার নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আমির হোসাইন, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলার সাবেক আমীর মাওলানা মুবিনুল ইসলাম, বাকলিয়া থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী কামাল হোসেন, জামায়াত নেতা আনোরয়ারুল হক খান ইঞ্জিনিয়ার নিজাম উদ্দীন, আব্দুল জব্বার, হাফেজ ফরিদুল ইসলাম, ফরিদুল আলম, আব্দুল আজিজ, মাসুক ইলাহি, ছাত্র শিবির কুতুবদিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ বিন ইব্রাহীম, সরওয়ার আলম কুতুবী, জামায়াত নেতা কামরুল হুদা, জাফর আহমদ কুতুবী, মিনহাজুল আবেদীন প্রমুখ।

মহেশখালী-কুতুবদিয়ার শিবির সদস্য সমাবেশে ড. আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারি ও সাবেক এমপি ড.এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করতে হলে সমাজে সততা ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব নির্বাচিত করতে হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের খুনী পলাতক আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করা, নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড চালু এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।

রোববার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামস্থ মহেশখালী ও কুতুবদিয়ার সদস্যদের একটা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর উত্তর শিবির নেতা আব্দুল আজিজ শোয়াইবের সভাপতিত্বে নগর শিবির কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর উত্তর শিবিরের সভাপতি তানজিম হোসেন জুয়েল, মহেশখালী থানা জামায়াত নেতা জাকের হোসেন, নগরীর বাকলিয়া থানা জামায়াত নেতা কামাল হোসেন,, আইয়ুব আলী আনছারী, শিবির নেতা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, ওয়াজ উদ্দীন প্রমুখ।