রংপুর জেলার গংগাচড়া উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে উপজেলার সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎শনিবার (৯ আগস্ট) উপজেলার মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাহেব আলী।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সভাপতি ফিরোজ মাহমুদ এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারী ও রংপুর-১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী সময়েও ভালো ফলাফলের জন্য কিভাবে পড়াশুনা করতে হবে সে বিষয়ে এবং ছাত্রশিবির সম্পর্কে শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

1754751917839

‎এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সেক্রেটারী হামিদুর রহমান, হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম, গংগাচড়া উপজেলা জামায়াতের আমীর ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা নায়েবুজ্জামান, গংগাচড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক তাজউদ্দীন আহমেদ, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলামসহ ছাত্রশিবিরের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

‎অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিল্পীবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের ক্রেষ্ট, বইসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। ‎