বাবুগঞ্জ (বরিশাল) : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, “ইসলামের বিজয়ের জন্য আজ দেশের জনগণ প্রস্তুত রয়েছে। এ বিজয়ের জন্য চাই সর্বোচ্চ ত্যাগ, সাহসিকতা ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হবে।”
তিনি গতকাল শুক্রবার সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা জব্বার আরও বলেন, “একজন মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য হলো দ্বীন প্রতিষ্ঠা। আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূলদের প্রেরণ করেছেন এই মহান দায়িত্ব পালনের জন্য। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-ও এ দায়িত্ব পালন করেছেন, তাঁর সাহাবীগণও তা পালন করে গেছেন। সেই দায়িত্ব আজ আমাদের কাঁধে এসে পৌঁছেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা এই দ্বায়িত্ব পালন করেছে, তাদের উপর জুলুম-নির্যাতন এসেছে। কিন্তু তারা পিছপা হয়নি। তাই আমাদেরও বাতিলের রক্তচক্ষুকে ভয় না করে আর্থিক, মানসিক ও দৈহিক কুরবানীর মাধ্যমে দ্বীন বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, মাওলানা মোস্তাফিজুর রহমান, হাফেজ সৈয়দ আলী হোসেন লাভলু প্রমুখ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকন, সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ বিপুল উৎসাহ ও প্রত্যয়ে অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও দ্বীনের কল্যাণ কামনা করা হয়।