বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ যদি আমরা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত না করতে পারি, তাহলে এই দেশ ব্যর্থ হবে। তাই আসুন, অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলি।
তিনি আরও বলেন, দেশকে ভালো রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তাই আমাদের একটি বারের জন্য হলেও ভোট দিয়ে সহযোগিতা করুন। এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারলে তাহলেই শহীদের রক্তের বিনিময়ের নতুন বাংলাদেশ গঠন হবে, সকল জুলুমের অবসান হবে। অন্যথায় নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার দিকে আবার দেশ ধাবিত হবে।
গণসংযোগকালে তিনি বলেন, ‘আমরা জনগণের নেতা নয়, জনগণের সেবক হতে চাই। সুযোগ পেলে খালিশপুরকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় রূপান্তরিত করব। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সুযোগ দিন। নগরীর খালিশপুর থানার ১০নং ওয়ার্ডের নয়াবাটি গোল চত্বর কবুতরের হাটে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
১০নং ওয়ার্ড আমীর গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি বিপ্লব হোসেন বাবুর পরিচালনায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফরাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা মনসুর আলম চৌধুরী, জামায়াত নেতা হামিদুল ইসলাম খান, মোস্তফা কামাল, এবিএম আল আজাদ, রাইসুল ইসলাম তুহিন, ইসমাইল হোসেন, ইমরান হোসেন বাবু, কামরুল ইসলাম, আল শাহরিয়ার অভি, মাহফুজুর রহমান তপু, বেলাল হোসেন, মহাসিন, আনোয়ার হোসেন, শ্রমিক নেতা মুহিব্বুর রসুল, তাজ মোহাম্মদ, মাসুদ শেখ, ইমদাদুল হক, ছাত্রশিবির নেতা মেজবাহ আহমেদ, জুবায়ের আহমেদ, মহিউদ্দিন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।