বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, দেশে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। পতিত স্বৈরাচারের সৃষ্টি করা জঞ্জাল পরিষ্কার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম প্রধান কাজ। নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যই ফ্যাসিবাদীদের বিচার করা প্রয়োজন।

তিনি ৯ ফেব্রুয়ারি বিকেলে মাগুরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল জামায়াতে ইসলামীর দায়িত্বশীলগণের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য খোন্দকার মহসিন আলী, জনাব আব্দুল মতিন, অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস, মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকের, যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল, নড়াইল জেলা জামায়াতের আমীর এড. আতাউর রহমান বাচ্চু, ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর মো: আবু বকর আলী আজম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর এড. রুহুল আমিন, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন প্রমুখ।

জনাব মোবারক হোসাইন আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য সবাইকে প্রচেষ্টা করতে হবে। নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি না করে নির্বাচন দেয়া যাবে না। জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সে রকম একটি পরিবেশ সৃষ্টি করাই সকলের কাম্য হওয়া উচিত। দেশের জনগণ অধীর আগ্রহের সাথে কাক্সিক্ষত নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমি আশা করি বর্তমান সরকার দেশের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতেই দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন। এ লক্ষ্যে ফ্যাসিবাদীদের বিচার প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে।