টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলার আমীর জামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নিউরোসার্জন ও মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সুজন শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক করীম বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার সুচিকিৎসা নিশ্চিত করা যায়নি। সৎ নেতৃত্ব ও সদিচ্ছার অভাবে জনগণ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। অথচ একটি কল্যাণরাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের চিকিৎসা নিশ্চিতে কাজ করা।”তিনি আরও বলেন,> “আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্বাস্থ্যখাতে বৈষম্য দূর করা হবে। সরকারি হাসপাতালের মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ নিশ্চিত করা হবে। দরিদ্র মানুষের জন্য কম খরচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। ইনশাআল্লাহ, চিকিৎসার অভাবে কোনো নাগরিকের মৃত্যু হবে না।”বিশেষ অতিথি ডা. সুজন শরীফ বলেন,> “জামায়াত কেবল রাজনীতির জন্য রাজনীতি করে না। মানবিক বাংলাদেশ গড়তে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূলনীতি। দুর্যোগে-দুর্দিনে মানবতার সেবাই জামায়াতের প্রকৃত পরিচয়।”সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধর্মের নারী-পুরুষ ও শিশু মিলিয়ে প্রায় হাজারো মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমীর নূরুল হক পাটোয়ারী, লৌহজং উপজেলার আমীর জামাল উদ্দিন আহমেদ, সেক্রেটারি প্রভাষক মো. আমিনুল ইসলাম, লৌহজং উপজেলা রাজনৈতিক সচিব শাহ আলম ঢালী,তেউটিয়া ইউনিয়ন সভাপতি স্বাধীন সিকদার, ,গাওদিয়া সভাপতি হাফেজ মো. আলমঙ্গীর হোসেন, জামায়াত নেতা কাজী মো. শাহ আলম ঢালী, বেজগাঁও সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।