DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

রাজনৈতিক দলের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আল আমিন কমপ্লেক্সে মাগুরা-২ আসনের আওতাধীন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Printed Edition
Default Image - DS

জামায়াতে ইসলামী

মাগুরা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আল আমিন কমপ্লেক্সে মাগুরা-২ আসনের আওতাধীন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের।

জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার উদ্দিন, মহম্মদপুর উপজেলা আমীর মাওলানা নুর আহমেদ, মাগুরা সদর উপজেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইনসহ অন্যরা।

শাহরাস্তি

জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

জামায়াতের শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরের সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈন উদ্দিন।

শনিবার ৮ ই মার্চ সকালে চাঁদপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসেন পবিত্র কুরআন থেকে দারস পেশ করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা করেন।

প্রধান অতিথি জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল কর্মীদের আত্মগঠন, কর্মী গঠন ও মান উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিএনপি

রামপাল (বাগেরহাট) : রামপাল উপজেলা বিএনপি'র উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা ইসমাইল মোল্লা খোকনের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য সৃষ্টি ও রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় জেলা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।

হোসেনপুর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপি’র ছয়টি ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ মার্চ) বিকেলে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কমিটি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি।

হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনিরুল হক রাজন, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এসএম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক বাক্কার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম মোস্তাফিজুর রহমান টুটুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মানছুরুল হক রবিনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।