বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মহেশখালী (চুসাম)-এর আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

IMG-20250628-WA0324

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, মহেশখালীর সন্তানেরা সমাজ ও রাষ্ট্রের জন্য সম্পদ হয়ে উঠবে—এই প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয় জীবন যেন নৈতিকতা, সততা এবং আত্মনিয়ন্ত্রণের ভিতের ওপর দাঁড়িয়ে থাকে। তিনি বলেন, মহেশখালী-কুতুবদিয়ার ভূখণ্ড রক্ষায় আমাদের প্যারাবন রক্ষা করতে হবে। যারা এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে ড. আজাদ বলেন, মহেশখালীর শিক্ষার্থীদের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। আমি চাই না এই অঞ্চলের কোনো শিক্ষিত তরুণ বেকার থাকুক। আমি সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত আছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দীন খান এবং প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দীন।

ড. শামীম উদ্দীন খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনকে সফল করতে হলে নিজেকে সময়মতো প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয় হলো আত্মগঠনের শ্রেষ্ঠ সময়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুসামের সভাপতি সিকান্দার বাদশা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে চুসামের বিভিন্ন ব্যাচের সিনিয়র এলামনাই ও অতিথিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।