দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান বাহলুল (প্রতীক: দাঁড়িপাল্লা) দৌলতপুর ইউনিয়নের পালেরবাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে অংশ নেয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আন্তরিকতা।
এ সময় বাজারে উপস্থিত এক দোকানদার বলেন, “বাকি সবাই ভোটের সময় আসে, আর পাঁচ বছর দেখা যায় না। কিন্তু বাহলুল সাহেবকে আমরা প্রায়ই এই এলাকায় দেখা যায়- এটা ভালো দিক মনে করি। ধর্মভীরু মানুষ, মানুষের উপকার করেন। ওনার মতো নেতা পেলে এলাকাটা অনেক উন্নত হবে।
এক কলেজ শিক্ষার্থী জানান, “রাজনীতি মানেই এখন গালাগাল, দুর্নীতি- এই ধারণা ভেঙে দিচ্ছেন বাহলুল ভাই। উনার মতো শিক্ষিত, ভদ্র একজন মানুষ প্রার্থী হওয়ায় আমরা আশাবাদী।”
গণসংযোগে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাউসার আলম এবং পরিচালনা করেন দৌলতপুর ইউনিয়ন আমির ফয়েজ আহমেদ।