জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা। দেশের ছাত্র ও জনতার এই বিপ্লবের ফলে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতন হয় এবং এক দীর্ঘ ফ্যাসিস্ট রেজিমের অবসান হয়। জুলাই বিপ্লবে বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ডিওএইচ এর এক বিশাল অবদান ছিল। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের ছাত্র জনতার আহবানে সাড়া দিয়ে মিরপুর ডিওএসএসের অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের পরিবারবর্গসহ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মিছিল বের করে যা চলমান আন্দোলনে গতিসঞ্চার করে এবং সরকার পতন ত্বরান্বিত করে।

স্বৈরাচার পতনের আন্দোলনে মিরপুর ডিওএইচএস এর এই অবদান স্মরণ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই ইফতার ও দোয়া মাহফিলে মিরপুর ডিএসএস-এর আন্দোলনে অংশগ্রহণকারী অধিকাংশ অবসরপ্রাপ্ত অফিসার বৃন্দ সপরিবারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিঃ জেঃ মোহাম্মদ হাসান নাসির (অবঃ), লেঃ কঃ হাসিনুর রহমান (বীর প্রতীক), ব্রিঃ জেঃ জহুর, লেঃ আরিফ ইফতেখার।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ব্রিঃ জেঃ এবিএম গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ শাহ নুর রহমান, লে ক নাজিম, কর্নেল ফেরদৌস, ক্যাপ্টেন শামস, লে কমান্ডার মশিউর, মেজর ইমরান, মেজর রেজাউল হান্নান শাহীন, ব্রি জে ইউসুফ, কর্নেল জাকারিয়া, লে কর্নেল জালাল উদ্দিন, লে ইমরান কাজল, ক্যাপ্টেন খান শোয়েব, মেজর জাবের, লে কর্নেল হাসান, লে কর্নেল নওরোজ, লে ফুয়াদ, ক্যাপ্টেন রেজা, মেজর মিজান, মেজর জামাল হায়দার, ক্যাপ্টেন রেজা, ক্যাপ্টেন রাজিব, লে কর্নেল আরিফ, মেজর ফারুকী, মেজর তৌহিদ, লে কর্নেল ডানিয়াল, লে ক আসাদ, মেজর মুরছালিন, মেজর ব্যারিস্টার সারোয়ার, মেজর সাব্বির, মেজর মোস্তাফিজ, ব্রি জে জিয়া, লে ক করিম, লে ক মাকসুদ, ব্রি জে তৈয়ব, লে ক মহিউদ্দিন, লে ক হেমায়েত, মিনহাজুল আবেদিন শরিফ, সাইফুল মির্জা, এটিএম সালেহীন, রাকায়েত রাফসান সহ বিগত আন্দোলনে সক্রিয় বেশ কিছু ছাত্র এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি