ঢাকা-১৬ আসনের ১১ দলের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন বলেছেন, ‘মিরপুরে দাঁড়িপাল্লার জোয়ার দেখে অনেকেরই মন খারাপ। তারা আমাদের নিয়ে নানান প্রপাগান্ডা প্রচার করছে। ভোটাররা জানে জামায়াত ইসলামের আদর্শ কেমন। মূলত, সারাদেশেই জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি আজ রাজধানীর মিরপুরে একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ আসন পরিচালক নাসির উদ্দিন, আসন সদস্য-সচিব আশরাফুল আলম, মহানগরী প্রচার সেলের সদস্য শাখাওয়াত হোসেন ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমুখ।

কর্নেল (অব:) আব্দুল বাতেন বলেন, জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কেনে না বরং জনগণ ভালোবেসে তাদের ভোট দেয়। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আসলে আমাদের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি দলের পক্ষ থেকে এসব অপপ্রচার করা হচ্ছে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহবান জানান।

আব্দুল বাতেন বলেন, ‘পল্লবী-রুপনগর এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে। এরমধ্যে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধান করবো-ইনশাআল্লাহ’। তিনি বলেন, আমার এখানে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান, ভালো হাসপাতালসহ উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে মানুষ চরম ভোগান্তিতে জীবনযাপন করছে। আমি নির্বাচিত হলে এসব বিষয়ে কাজ করবো’।