কক্সবাজার সংবাদদাতা : ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা। ১৫ অক্টোবর ‘জুলাই সনদের ভিত্তিতে ‘পিআর’ পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা মানবাধিকার সেক্রেটারি এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ ইবরাহিম খলীল, এডভোকেট মুহাম্মদ নূরুল ইসলাম, এডভোকেট দেলাওয়ার হোসাইন।

সভাপতির বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচনি ব্যবস্থা জনগণের একটি বৃহৎ অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো ‘পিআর’ পদ্ধতি গ্রহণ করা, যা এখন ‘সময়ের দাবি, জনগণের দাবি এবং গণতন্ত্র রক্ষার দাবি’।

রাজবাড়ী : রাজবাড়ীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার মানববন্ধনে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর এবং রাজবাড়ী -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম।

টাংগাইল : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে (১৫ অক্টোবর) টাংগাইল শহরের শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে টাংগাইল জেলা জামায়াতে ইসলামী। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান,সাংগঠনিক সেক্রেটারি মো.শহিদুল ইসলাম , জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা.একেএম আব্দুল হামিদ, ইয়াহিয়া খান মারুফ, এডভোকেট সরকার কবির উদ্দিন, সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম প্রমুখ। ৫ দফা দাবিগুলো হল- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

দিনাজপুর অফিস: ৫ দফা গণদাবিতে দিনাজপুরে জামায়াতে ইসলামীর ৩ কিলোমিটারব্যাপী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা শাখা এ কর্মসূচী পালন করে। গতকাল বুধবার দুপুরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলার সাবেক আমীর, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি প্রার্থী ও বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-১ আসনের এমপি প্রার্থী সাবেক ছাত্রনেতা মতিউর রহমান, দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আ.স.ম ইব্রাহীম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা সহিদুল ইসলাম খোকন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা সিরাজুস সালেহীন, সদর আমীর অধ্যাপক মেহরাব আলী, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, বিরল উপজেলা আমীর হাফেজ আব্দুর রশীদ, বীরগঞ্জ উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমান, বোচাগঞ্জ উপজেলা আমীর মাওলানা আমিনুল হক, নবাবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের জেলা উত্তর সভাপতি রাসেল রানা প্রমুখ। দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, ছাত্রশিবিরের শহর, উত্তর, দক্ষিণ শাখার নেতৃবৃন্দ ও সকল উপজেলার আমীর, সেক্রেটারিসহ দায়িত্বশীলগণ এবং সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দিনাজপুর সরকারি কলেজ মোড় হতে সুইহারী, বুটিবাবুর মোড়, জেলখানা মোড়, লিলি মোড়, সদর হাসপাতাল মোড়, পৌরসভা রেলগেট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর পর্যন্ত দীর্ঘ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ, ফ্যাসিস্টদের দোসর ১৪ দল নিষিদ্ধ, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমানসহ প্রয়োজনীয় সংস্কার অবিলম্বে করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

ময়মনসিংহ সংবাদদাতা: জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর জামায়াত ও ময়মনসিংহ জেলা জামায়াত।