নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নেত্রকোণা–২ (সদর–বারহাট্রা) সংসদীয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ এনামুল হক।

তিনি জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর এবং বর্তমানে ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছসহ জেলা জামায়াতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা মোঃ এনামুল হক দেশবাসী ও নেত্রকোণা–২ আসনের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবেন।