জামায়াতে ইসলামী

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধিদের নিয়ে ভোট কেন্দ্রভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলার সেক্রেটারি আব্দুল গফফার, সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল প্রমুখ।

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাত : আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা যুবদলের নির্বাহী সদস্য ও সৈদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের সভাপতি ইমরান সরকারের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বিনাউটি ইউনিয়নের মজলিসপুর বাজারে আয়োজিত কর্মী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

বিএনপি

মাগুরা সংবাদদাতা : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশকে বাঁচাতে, ধানের শীষে ভোট দিন।

তিনি আরে বলেন, বাংলাদেশের প্রতিটি সময় নারী শক্তি বৃদ্ধি করতে বিএনপি কাজ করেছে। নারীর ক্ষমতা ও উন্নয়নে বিএনপি সব সময় নারীদের পাশে থেকে কাজ করছে। এ সময় তিনি মাগুরা -১ আসনের সদ্য মনোনয়ন পাওয়া মনোয়ার হোসেন খান কে সবার সাথে পরিচয় করিয়ে দেন। স্থানীয় নোমানী ময়দানে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও বিএনপি'র সহ ত্রাণ ও পুনবাসন বিষয়ক সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলি, নারী শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুসুম্বী কালীগঞ্জ বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।

জয়পুরহাট

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।

সোমবার বিকেলে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরেরে প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।