গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) আসন ছেড়ে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে কালীগঞ্জে বিএনপির আন্দোলন-সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের উপেক্ষা করে বহিরাগত ব্যক্তিকে আসন ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকে কাউকে মনোনয়ন না দিয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তৃণমূলের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী।
বক্তারা আরও বলেন, রাশেদ খান এ এলাকার ভোটার নন। তাকে মনোনয়ন দিয়ে বিএনপি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি করছে। এ ধরনের সিদ্ধান্ত দল ও আন্দোলনের জন্য ক্ষতিকর হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে নেতাকর্মীরা অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।