বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেছেন, স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত সফলতা নিশ্চিত করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। এতে ব্যর্থ হলে দেশ আবারও স্বৈরাচারের যাঁতাকলে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। কিন্তু নতুন করে কোনো ফ্যাসিবাদের উত্থান রোধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের কোনো বিকল্প নেই।

শাহজাহান চৌধুরী আরও বলেন, কেউ যদি ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে প্রচার চালায়, তবে বুঝতে হবে সে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠার পথ তৈরি করছে। তাই এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে তাদের বয়কট করতে হবে। তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোহাগাড়া জামায়াতের সাবেক আমীর ও কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, কলাউজান ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডা. সিদ্দিক আহমেদ, সেক্রেটারি মৌলানা রেজাউল করিম, মদিনা প্রবাসী মাওলানা মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুরুল আবছার এবং বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ জিয়াউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।