নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর আয়োজিত এক উঠান বৈঠকে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দলের অন্তত আটজন সদস্য আহত হয়েছেন এবং বৈঠকের প্রায় ৩০টি চেয়ার ভাঙচুর করা হয়েছে। ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা উপস্থিত ছিলেন।

শুক্রবার রাত ৮টার দিকে খাগকান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াত শাখার উদ্যোগে মোহনপুর পূর্ব ও পশ্চিমপাড়ার সংযোগস্থলে উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ অনুযায়ী, স্থানীয় বিএনপি নেতাদের নির্দেশে যুবদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে বৈঠক স্থানে হামলা চালান। হামলাকারীরা বৈঠকের চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিতদের মারপিট করেন। এতে জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিনসহ আটজন আহত হন।

জামায়াতের আড়াইহাজার দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম জানান, বিএনপি নেতারা পরিকল্পিতভাবে জামায়াতের শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে হামলা করেছেন। হামলার পর কয়েকজন কর্মীর বাড়িতেও গিয়ে ভয়ভীতি ও চাঁদার দাবির অভিযোগ রয়েছে।

অন্যদিকে, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এ বিষয়ে তার কোনো তথ্য নেই। যুবদল নেতা আব্দুর কাদের জিলানীও হামলার অভিযোগ নাকচ করে বলেন, তাদের সঙ্গে জামায়াতের কোনো বিরোধ হয়নি; বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।