বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। মানুষের কল্যাণে কাজ করা জামাতের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজে যারা অসহায় অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে কাজ করছি। একটি পরিবার পরিবার স্বনির্ভর হলে সমাজ স্বনির্ভর হবে, আর সমাজ স্বনির্ভর হলেই রাষ্ট্র স্বনির্ভর ভাবে। শুক্রবার (১আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয় চত্বরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

দেলায়ার হোসেন বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিভিন্ন প্রকার সামাজিক ও মানবিক কাজের সাথে জড়িত। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলায় কয়েক হাজার পরিবারের মাঝে টিউবওয়েল, গবাদি পশু রিক্সা, ভ্যান বিতরণ করেছি। সেই সাথে বিপুল সংখ্যক মসজিদে অজুখানা নির্মাণ করে দিয়েছি। আমি সামাজিক মানবিক দায়বদ্ধতা অংশ হিসেবে সব সময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে ঠাকুরগাঁও এক আসনে এমপি নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি কথা দিচ্ছি শাসক হিসেবে নয় একজন সেবক হিসেবে সব সময় আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। সরকারিভাবে এলাকার মানুষের জন্য যে সকল বরাদ্দ ও সুযোগ সুবিধা আসবে তা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিব ইনশাআল্লাহ।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। শহর আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম, সদর থানা আমির মাওলানা মিজানুর রহমান, রুহিয়া থানা আমির আব্দুর রশিদ, ভুল্লি থানা আমি আব্দুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।