দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলের লড়াই জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, ৫ আগস্ট জাতি আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। এবার সন্ত্রাসবাদ নির্মূল করে নতুন বাংলাদেশকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে তবে।
গতকাল শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোনের উদ্যোগে ঢাকা-৫ সংসদীয় এলাকায় “চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে অনুষ্ঠিত পথযাত্রা পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতিতে টানা ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ান করেছে তারা এখন নানান রকম দফার কথা বলে দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে জাতিকে আবারও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব জাতি আর গ্রহন করবে না। সারাদেশের ন্যায় ঢাকা-৫ আসনের জনগণকে ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা প্রতিকে সমর্থন দিতে তিনি আহ্বান জানিয়ে বলেন, জাতি এবার ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবরেণ্য আলেমদের হাতে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দিতে চায়। এসময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে কিংবা প্রতিহিংসার রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের রাজনীতি করে। তিনি বলেন, যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাই প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণা হামলায় চালায়, বাঁধা সৃষ্টি করে। পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় গুলী করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন ‘‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষ গুলি চালাচ্ছে’’। পুলিশের উপস্থিতি হামলা-ভাংচুর ও গুলী বর্ষণ করার পরও এখন পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের আটক না করায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জামায়াতে ইসলামী বার-বার দাবি জানিয়েছে, প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে। প্রশাসনে দলীয়করণের ফলে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না। প্রেস বিজ্ঞপ্তি