দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : “দেশের মানুষ আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির প্রত্যাশায় দিন গুনছে। জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে”এমন মন্তব্য করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাশরা সরকার বাড়ি বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মনিরুজ্জামান বাহলুল বলেন, “ দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং ইসলামভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছে। জনগণের ভোটে সুযোগ পেলে ন্যায়, ইনসাফ ও উন্নয়নভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।”স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সাত্তার চৌধুরীর সভাপতিত্বে এবং কামাল হোসেন ফকির ও বিল্লাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কাওছার আলম, কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন মোল্লা এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শিমুল হাজারী।সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।