শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শহরের কালেক্টরেট মাঠে নেত্রকোনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় একটি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটি। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেত্রকোনা-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিছ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জামায়াত নেতারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পাশাপাশি জুলাই সনদের আইনি বৈধতা প্রদানসহ ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও জানান, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাবে। একই সঙ্গে সরকারের প্রতি ৫ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার আটপাড়ায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আটপাড়া উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নেত্রকোণা জেলাের সহ- সেক্রেটারি প্রাক্তন ভাইস চেয়ারম্যান।
দেলোয়ার হোসেন সাইফুল,বাংলাদেশ ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেলা জামাতের অন্যতম নেতা বিশিষ্ট সংগঠক জননেতা হাবিবুর রহমান হাবিব, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, নেত্রকোণা জেলার কাজী কল্যাণ সমিতির সভাপতি মাওলনা কালাম উদ্দিন।
আমির মাওলানা হেসাইন আহমেদ একদিলের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি সাবেক উপজেলা আমির, জেলা জামায়েতের টিম সদস্য মো ইউসুফ।