টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় লৌহজং উপজেলার কলমা বাজারে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর দেওয়ান এম এ সাজ্জাদ, কোতয়ালী থানা জামায়াত আমীর ও সাবেক জেলা শিবির সেক্রেটারি মো. মতিউর রহমান আকন্দ, লৌহজং উপজেলা নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, ইউনিয়ন সভাপতি মাওলানা মো. ইসমাইল, ইউনিয়ন সেক্রেটারি মো. মহসীনসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
পথসভায় বক্তব্য রাখেন অধ্যাপক এবিএম ফজলুল করিম। তিনি বলেন, “বিগত ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, দখলদারি ও লুটপাটের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে। এখন সময় এসেছে পরিবর্তনের। আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দিয়ে দেশকে সমৃদ্ধি ও কল্যাণ রাষ্ট্র গঠনে সুযোগ করে দিন।”