ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অধিকাংশ পদে শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করায় শুভেচ্ছা জানিয়েছে তুরস্কের ইসলামপন্থি ছাত্রসংগঠন আনাদোলু ইয়ুথ অ্যাসোসিয়েশন (এজিডি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে করা এক পোস্টে এ শুভেচ্ছা জানায় সংগঠনটি।
পোস্টে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রশাসনে নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য ইসলামী ছাত্রশিবিরকে অভিনন্দন জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।
সেখানে আরও বলা হয়, আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি, যেন এই বিজয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নতিতে ভূমিকা রাখে। যেখানে নৈতিকতা ও আধ্যাত্মিকতার সমন্বয় তাদের জন্য কল্যাণ ও বরকতের দ্বার উন্মোচন করে।