বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ভুটিয়ামারি ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ষাটগম্বুজ ইউনিয়নের জামায়াতের ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান। রবিবার সন্ধ্যায় মাওলানা হাবিব স্থানীয় একটি শালিস বৈঠকে যাওয়ার পথে ভুটিয়ামারি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসী হারুনর রশিদের নেতৃত্বে সোহাগ,মোস্তফা সহ একদল সন্ত্রাসী দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে মাওলানা হাবিবের মোটরসাইকেল রোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়।এ সময় সন্ত্রাসী মোস্তফা ছোরা দিয়ে মাওলানা হাবিবের ডান হাতে আঘাত করে জখম করে ও অন্যান্য সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। উক্ত ঘটনা দেখে আশপাশ থেকে পথচারীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা আহত হাবিবকে ফেলে রেখে দ্রুত চলে যায়।বর্তমানে আহত মাওলানা হাবিব চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে মাওলানা হাবিব জানান ঘটনার দিনে পূর্ব নির্ধারিত একটি সালিশ মিটিংয়ে তার যাওয়ার কথা ছিল। কয়েকদিন পূর্বে ঐ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সন্ত্রাসী সেলিম এর সাথে ওয়ার্ড জামায়াত নেতা তাজুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় উক্ত বিরোধের মীমাংসা করার জন্য তিনি সেখানে যাচ্ছিলেন।ভুটিয়ামারি এলাকায় তার আসার কথা টের পেয়েই সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।অপরদিকে ইউনিয়ন আমিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফেরদৌস আলী। তিনি তার বিবৃতিতে বলেন, প্রকাশ্য রাজপথে একজন আলেম ও দায়িত্বশীল ব্যক্তির উপর এ ধরনের সন্ত্রাসী হামলা একটি নেক্কার জনক ঘটনা। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আহত মাওলানা হাবিবের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয় নাই। ইউনিয়ন আমীর আহত হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে । ইউনিয়নের বিভিন্ন স্থানে থমথমে অবস্থা বিরাজ করছে।
রাজনীতি
বাগেরহাটে জামায়াতের ইউনিয়ন আমীরের উপর সন্ত্রাসী হামলায় নেতৃবৃন্দের নিন্দা জ্ঞাপন
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ভুটিয়ামারি ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ষাটগম্বুজ ইউনিয়নের জামায়াতের ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান।