সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা: সীতাকুণ্ড উপজেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সীতাকুণ্ড কামিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে উদ্বোধনী বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা জামায়াতে ইসলামী আমীর, মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উত্তর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি, আব্দুল জব্বার। তিনি বলেন জামায়াত কর্মীদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে শপথের কর্মী হতে এগিয়ে আসতে হবে। ইসলামকে বিজয়করতে হলে ঘরেঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক ,আনোয়ার ছিদ্দিক চৌধুরী (আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী সীতাকুণ্ড আসন) আর-ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি সাবেক কমিশনার মুহাম্মদ তাহের, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্র নেতা ,কুতুবউদ্দিন শিবলী, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্র নেতা, এডভোকেট আশ্রাফুর রহমান, সাবেক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উত্তর জেলা সেক্রেটারি ও বর্তমান উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সভাপতি আবুল হোসাইন, মাওলানা সেলিম জাহাঙ্গীর প্রমুখ।