দেবীগঞ্জ থেকে ঘুরে বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাহেবুর রহমান রাজা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সম্প্রতি সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের একটি অনুষ্ঠানে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনে যুক্ত হন। সাহেবুর রহমান রাজা দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর গতকাল অবসর গ্রহণ করেন। জামায়াতে ইসলামীতে তার যোগদানের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল ইসলাম, সোনাহার ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম রব্বানী এবং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।
রাজনীতি
পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জামায়াতে ইসলামীতে যোগদান
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাহেবুর রহমান রাজা জামায়াতে
Printed Edition