রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আরও এক জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন জসিম উদ্দিন বেপারী (৪০) গত সোমবার মারা যান। এর আগে সংঘর্ষের দিন ঘটনাস্থলে নিহত হয়েছিলেন সাইজ উদ্দিন দেওয়ান নামের এক প্রবাসী। সম্প্রতি উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে স্থানীয় বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষকদল নেতা জিএম শামীম গাজীর অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।