বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি ধর্মই তার অনুসারীদেরকে নৈতিক ও চারিত্রিকভাবে উন্নত নাগরিক হওয়ার শিক্ষা দেয়। কোনো ধর্মই ন্যায্যতার প্রশ্নে আপস করে না, তাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে সুসংহত করতে হবে।

গতকাল শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন গ্রামে সনাতন ধর্মীয়দের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোদাগাড়ী উপজেলা মোহনপুর ইউনিয়নে এই সমাবেশে ইউনিয়ন আমীর জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা কর্মপরিষদের সদস্য ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ্, গোদাগাড়ী উপজেলা আমীর নুমায়ন আলী, সেক্রেটারি হাফিজুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কাকঁনহাট পৌরসভার আমীর মাওলানা নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার পরে যে সকল দল বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তারা কেউ ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের মৌলিক চাহিদার দিকে নজর দেননি। বরং তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সনাতনধর্মীসহ সকল ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠীর ভাইবোনদের সকল প্রকার ন্যায্য সুযোগ-সুবিধাগুলোকে তাদের দোর গোড়ায় পৌঁছে দেয়া হবে। তাদের সন্তানরা শিক্ষা ও খেলাধুলায় অগ্রগামী হতে পারে এজন্য তিনি সামনের দিনে ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন।