কুরআনের আলোকে সমাজকে পরিবর্তন করতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেন, আরব জাহেলিয়াতের সমাজকে মহানবী (সা.) যেভাবে কুরআনের আলোকে পরিবর্তন করেছে একই ভাবে আওয়ামী জাহেলিয়াতে অপশাসনের পর এখন কুরআনের আলোকে সমাজের পরির্তন করতে হবে। এখনই সেই উপযুক্ত সময় মন্তব্যে করে তিনি বলেন, সৎ, যোগ্য, দক্ষ, আল্লাহভীরু নেতৃত্বে মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাদের দ্বারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষন, লুটপাট, জনগণের টাকা বিদেশে পাচার হবে না। তারা জনগণের সম্পদের সঠিক ব্যবহার করে একটি সুখী-সমৃদ্ধ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে।

গতকাল মঙ্গলবার যাত্রাবাড়ী মধ্য থানা আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আজকে সমাজের এতো-এতো অবক্ষয় কেন?- কারণ নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষার অভাবেই ৮ বছরের শিশু ধর্ষন হয়। ধর্ষনের পর হত্যা করার ঘটনাও ঘটছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের নৈতিকতার সংস্কারেরও উদ্যোগ নিতে হবে।

জামায়াতে ইসলামী মানুষ তৈরির কারখানা উল্লেখ করে আব্দুস সবুর ফকির বলেন, জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকে নৈতিকতা সমৃদ্ধ উন্নত চরিত্রের মানুষ তৈরির কাজ করছে। যার কারণেই জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ রাষ্ট্রের সবোর্চ্চ স্তর থেকে শুরু করে ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালন করার পরও একজনের বিরুদ্ধেও দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ নাই। আগামীতেও জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে রাষ্ট্রের এক পয়সাও জামায়াত নেতৃবৃন্দের মাধ্যমে দুর্নীতি হবে না, বিদেশে পাচার হবে না। তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের একবার সুযোগ দিয়ে পরীক্ষার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও যাত্রাবাড়ী মধ্য থানা আমীর এডভোকেট এ. কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও মাতুয়াইল থানা আমীর মিজানুর রহমান, যাত্রাবাড়ী পূর্ব জোন টিম সদস্য মো. মহসীন উদ্দিন সহ যাত্রাবাড়ী মধ্য থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।