মিজানুর রহমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ-৪ আসনে আগ্রহ বাড়ছে তরুণ ভোটারদের মাঝে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের সংসদীয় আসন ৮৪, ঝিনাইদহ-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষত তরুণ ভোটারদের মাঝে সচেতনতা ও আগ্রহ নজরকাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিয়মিত মতামত ও বিশ্লেষণ দিচ্ছেন। এ আসনের এক-তৃতীয়াংশ ভোটার তরুণ, যারা এবারই প্রথমবার ভোট দেবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে প্রার্থী তরুণদের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন, তাকেই জয়ের পথে এগিয়ে যেতে দেখা যাবে।

নির্বাচনী এলাকাটি কালীগঞ্জ উপজেলা এবং ঝিনাইদহ সদরের ফুরসন্ধি, নলডাঙ্গা, ঘোড়শাল ও মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ৩,২৩,০৩৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১,৬৪,৩৩৮, নারী ১,৫৮,৬৯৩ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর, প্রবীণ রাজনীতিক মাওলানা আবু তালিবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ইতোপূর্বে ১৯৯৬ সালের নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। তিনি নিয়মিত নির্বাচনী মতবিনিময় সভা, কর্মী সমাবেশ ও কৌশলগত পরামর্শে ব্যস্ত সময় পার করছেন। ভিন্ন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক রক্ষা করে চলেছেন। জামায়াতের সমাবেশে ভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিও এখন দৃশ্যমান। তাদের নেতাদের বিভিন্ন সভা-সমাবেশে জামায়াতের পক্ষে বক্তব্য দিতে দেখা যাচ্ছে।

কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা ওলিউর রহমান বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াত-শিবিরের কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কালীগঞ্জেই তিনজন শহীদ হয়েছেন, নেতাকর্মীরা অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন। তবুও কেউ আদর্শ থেকে সরেনি এক চূলও। কর্মীদের এই ”দৃঢ়চিত্ত অবস্থানে” সাধারণ মানুষের মাঝে জামায়াতের প্রতি সহানুভূতির জায়গা তৈরি হয়েছে। ফলে বিগত ১৭ বছরে জামায়াতের কর্মী-সমর্থক বেড়েছে কয়েক গুণ’।

তিনি আরও দাবি করেন, ‘জামায়াতের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার হচ্ছে, আমিরে জামায়াতকে নিয়ে চলছে মিথ্যাচার, চলছে তার চরিত্র হননের অপচেষ্টা। শুধুমাত্র জাতীয়ভাবেই নয় স্থানীয় নেতাদের নিয়েও গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, জামায়াতকে নিয়ে মিথ্যা প্রচারণা আজ আর টিকে না।’

মাওলানা ওলিউর রহমান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী তরুণদের কাক্সিক্ষত বাংলাদেশ বিনির্মাণে জামায়াত অগ্রনী ভূমিকা রাখায় তারা জামায়াতের প্রতি আস্থাশীল। নারীর প্রতি জামায়াত কর্মীদের সম্মানজনক আচরণ নিয়ে নারীরাই সোস্যালমিডিয়াতে ভূয়সী প্রসংশা করছেন। তারাও জামায়াতকে ক্ষমতায় দেখেতে চাচ্ছেন। ভিন্ন ধর্মাবলম্বীরাও এখন পরিবর্তন চায় এবং তারা জামায়াতকে বিশ্বাস করছে। জামায়াতের অমুসলিম শাখায় সদস্য সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জামায়াতের কর্মীরা সন্ত্রাস, ধর্ষণ বা চাঁদাবাজিতে জড়িত নয় – এটাই আমাদের বড় শক্তি।

এদিকে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। তবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীতা নিয়ে দলটির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক এমপি মরহুম এম শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী মুরশিদা জামানের মধ্যে চলছে ত্রিমুখী লড়াই।

তিনজনই নিজ নিজ অবস্থান থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছেন, হাটবাজারে কুশল বিনিময় করছেন এবং কর্মীদের নিয়ে সভা-সমাবেশ করছেন।

তবে কালীগঞ্জ উপজেলা বিএনপিতে ‘অন্ত:দ্বন্দ্ব’ প্রকট। বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। জামাল ইউনিয়নে বিএনপির এক পক্ষের দুই সহোদর হত্যাকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই ঘটনায় বিএনপির প্রভাবশালী নেতা ডাক্তার নুরুল ইসলামসহ ৫৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ফলে উপজেলার পূর্বাঞ্চলে বিএনপির কার্যক্রমে স্থবিরতা এসেছে এবং সাধারণ মানুষের আস্থা কিছুটা কমেছে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল বলেন, “সাইফুল ইসলাম ফিরোজ একজন সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত নেতা। জিয়া পরিবারের প্রতি তার রয়েছে অটল সমর্থন। বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে ছিলেন বলেই আজ তার জনভিত্তি দৃঢ়। সম্প্রতি সব শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন ধর্মের লোকজন নিয়ে বেশ কয়েকটি সম্প্রীতি সমাবেশ করেছেন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান। ফলে কালীগঞ্জের মানুষ আগামী দিনেও সাইফুল ইসলাম ফিরোজকে গ্রহণ করবে এবং দলও তার প্রতি আস্থা রেখে তাকেই মনোনয়ন দিবে বলে আশা করছি। ”

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন বলেন, “হামিদুল ইসলাম হামিদ তৃণমূলের নেতা। প্রত্যেক নেতাকর্মী ও এলাকার মানুষের সঙ্গে তার সরাসরি সম্পর্ক রয়েছে। লোকাল ছেলে হিসেবে তাকে সবসময় কাছে পাওয়া যাবে। এসব বিবেচনায় দল হামিদুল ইসলাম হামিদকেই মনোনয়ন দিবে বলে আমাদের বিশ্বাস। দল মনোনয়ন দিলে এ আসনে বিএনপি বিপুল ভোটে জিতবে বলে আমরা মনে করছি।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন বলেন, “মুরশিদা জামান বেল্টু সাহেবের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন। বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করতে তাঁর বিকল্প নেই। আমাদের বিশ্বাস আসনটিতে বিজয়ী হতে কেন্দ্র আমাদের নেত্রী মুর্শিদা জামানকেই মনোনয়ন দিবেন।”

তবে উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি তবিবুর রহমান মিনি জানান, “দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করবো। মনোনয়নের পর বিভক্তি কেটে যাবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মুফতি আহম্মদ আব্দুল জলিল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। তবে তার কার্যক্রম অন্যদের তুলনায় সীমিত। গণঅধিকার পরিষদ থেকে প্রভাষক সাখাওয়াত হোসেন মনোনয়ন প্রত্যাশী হলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। জাতীয় নাগরিক পার্টিও মাঠে অনুপস্থিত।