বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে পার হচ্ছে। কেন যেন মনে হয় দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু সংখ্যক লোক পিছন থেকে কাজ করছে। আসন্ন নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, এই নির্বাচনকে বানচালের চেষ্টা করা হচ্ছে। এই সময় খুব সাবধানে থাকতে হবে। আমরা যেন আবার অন্ধকারের দিকে চলে না যাই। যাতে করে দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদরের মানব কল্যাণ পরিষদ ট্রেনিং সেন্টারে আয়োজিত আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা অঙ্গীকারাবদ্ধ, এই দেশে আমরা কোরআন সুন্নাহর বাইরে কোন আইন করতে দেব না। অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলেন আমরা নাকি কোরআন সুন্নাহর আইন চাই না। আমরা সব সময়ই কোরআন ও সুন্নাহর মধ্যেই থাকতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে, গত ১৫ বছর ধরে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দ্ওেয়া হয়েছে। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে। বিভিন্ন রকম আইন পাস করেছে। আমাদের কথা বলার স্বাধীনতাকে ছিনিয়ে নেয়া হয়েছিল। পত্রপত্রিকা ও মিডিয়াগুলো স্বাভাবিকভাবে কথা বলতে পারত না। এমনকি ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নির্যাতন করেছে, জুলুম করেছে।

তিনি আরো বলেন, খতিব-ইমাম, মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা জীবনমানের উন্নয়নের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদান করা হবে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

মির্জা ফখরুল বলেন, এটাই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আমি আপনাদের দেয়া চাই, সহযোগিতা চাই।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বিশিষ্ট আলেম হাফেজ রশিদ আলম, ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান সহ বিভিন্ন স্তরের আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।