নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানান।
তিনি বলেন, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল, আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেল। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও অবৈধ অস্ত্র উদ্ধার—এই দুই বিষয়ে কমিশন সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে জামায়াত প্রত্যাশা করে।
জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বোচ্চ দায়িত্ব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। এই নির্বাচন যেন অতীতের মতো বিতর্কিত না হয়; জাতির প্রত্যাশা পূরণে একটি ভালো নির্বাচন উপহার দেবে—আমরা সেই প্রত্যাশা করি।
একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জামায়াত নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী সপ্তাহে দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য মোবারক হোসাইন ও মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন।