বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলীর সভাপতিত্বে চলমান শিক্ষক আন্দোলনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমানের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায্য দাবিগুলো পূরণের জন্য জোরদাবি জানান। দাবিগুলো হলো, (১) বাড়ি ভাড়া ৪৫-৫০% তবে সরকারি মহল যেহেতু ২০% এর কথা উল্লেখ করেছে সেহেতু আপাতত ২০% এর প্রজ্ঞাপনের বাস্তবায়ন চাই। (২) চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা দিতে হবে। (৩) বোনাস ১০০% দিতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড। আর সেই শিক্ষার মেরুদন্ডই যদি ঠিক না থাকে, তাহলে দেশের শিক্ষার বেহাল অবস্থা হবেই। তাই সরকারকে বলতে চাই শিক্ষকদের এই দাবি বড় কিছু নয়, এটা সামান্য দাবি মাত্র। সুতরাং এই দাবিগুলো অবিলম্বে মেনে নিন।

তিনি বলেন, সরকার একটু আন্তারিক হলেই পারে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বোনাস শিক্ষকদের মৌলিক ও ন্যায্য দাবি। এই দাবি পূরণের জন্য আমরা সরকারি উচ্চ মহলেও কথা বলেছি। উপদেষ্টাদের সাথে ২ বার কথা হয়েছে। আশাকরি খুব শীঘ্রই শিক্ষকদের এ দাবি পূরণে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন। আর যদি এই দাবিগুলো নিয়ে কোনো তালবাহানা করা হয়, তাহলে আমরা বাধ্য হবো যেকোনো ধরণের কঠোর কর্মসূচি দিতে।

তিনি আরো বলেন, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা এবং এবতেদায়ি মাদরাসাগুলো এমপিও দেওয়া না হলে তারাও আন্দোলনে যাবে। এতএব সরকারের প্রতি আবেদন উপরোক্ত দাবিগুলো অবিলম্বে পূরণ করুন এবং শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিন। তিনি বলেন, শিক্ষকরাই সাধারণত বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করে থাকেন। সামনে জাতীয় নির্বাচন; নির্বাচনের স্বার্থে ভোটের পরিবেশ সুষ্ঠ রাখা ও তাদের সতঃসফুর্তভাবে দায়িত্ব পালনের জন্য হলেও শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া উচিৎ।

বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, আমাদের এ দাবি সরকারের কাছে বড় কোনো বিষয় নয়, সরকার আন্তরিক হলেই এ সমস্যার সমাধান হয়ে যায়। বর্তমানে ১০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। যা দ্বারা এখন বস্তিতেও ঘর ভাড়া পাওয়া যায় না, ডাক্তারের ব্যবস্থাপত্র লেখার ফিও হয়না। তাই আমার বক্তব্য পরিস্কার, শিক্ষকদের বাড়ি ভাড়া ২০% এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে।

তিনি আরো বলেন, ১০৮৯ টা এবতেদায়ি মাদরাসা এমপিও করার কথা সেটাও সরকার করছেনা। আমি সরকারকে বলতে চাই অতিদ্রুত ১০৮৯ টি সতন্ত্র এবতেদায়ি মাদরাসাকে এমপিও করার ঘোষণা দিয়ে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করুন। সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানী, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনজুরুল হক, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি ড. সাখাওয়াত হোসাইন প্রমুখ।

সমাপনী বক্তব্যে সভার সভাপতি প্রফেসর ড.এম কোরবান আলী বলেন, আজকের সভায় বক্তারা যেসকল দাবির কথা উল্লেখ করেছেন, সকল দাবিগুলো পূরণের জন্য আমি সরকারকে আন্তরিকভাবে আহবান জানাচ্ছি। প্রেসবিজ্ঞপ্তি।