বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জোটের নেতৃবৃন্দ। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে বরিশালে ১০ লক্ষাধিক নেতা কর্মীর সমাগম করার প্রস্তুতি সম্পন্নের পথে বলে জানিয়েছেন ৮ দলীয় জোটের বরিশাল নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর একটি রেস্তরায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাময়াতে ইসলামীর কেন্দ্রীয় সহ-সেক্রেটারি ও বরিশাল সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, জুলাই সনদে সব দল ও ঐক্যমত্য কমিশনের স্বাক্ষর হয়েছে। কিন্তু সেই সনদ বাস্তবায়নে নানা রকম অপচেষ্টা চলছে।

নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করার উদ্যোগের ফলে গণভোট নানান সমস্যার মুখে পড়েছে। হেলাল বলেন, এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। সারাদেশে বিশেষ করে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে। প্রশাসনকে আমরা বিষয়গুলো জানিয়েছি। অভিযোগের আগেই যেন প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেয় তার দাবী জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা কমিটির সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম বলেন, ৫ দফা দাবীর পক্ষে দেশের ৭ বিভাগীয় নগরীতে সমাবেশের আয়োজন করা হয়েছে।

এ সমাবেশকে ঘিরে বরিশাল বিভাগের ৮ দলীয় জোটের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মঙ্গলবারের সমাবেশে কমপক্ষে ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী, উচ্চ ও নিন্ম কক্ষে পি.আর পদ্ধতিতে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দাবীতে আজ মঙ্গলবারের এ বিভাগীয় সমাবেশ বলে জানান এ নেতা।

তিনি বলেন, এখনো নির্বাচানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরিশালের বিভিন্ন জেলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের মারধর ও পোস্টার লিফলেট ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রশাসন এখনো নিরপেক্ষ হতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, ইসলামি আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার, বরিশাল মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুল। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর ব্যাপক প্রস্তুতি গ্রহণ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : আজ মঙ্গলবার বিকেলে বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে অনুষ্ঠিতব্য দেশের ইসলামপন্থী ৮ দলের যৌথ মহাসমাবেশকে কেন্দ্র করে আগৈলঝাড়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খানের সমর্থনে উপজেলার পাঁচটি ইউনিয়নেই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বাকাল ইউনিয়নে প্রস্তুতি সভা উপজেলা জামায়াতে ইসলামী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা ফজলুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাকাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাঈদ হোসেন কবির। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।