দৌলতখান (ভোলা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার দৌলতখান উপজেলার কেন্দ্র কমিটির উদ্যোগে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৮টায় দৌলতখান বাংলাবাজার জয়নগর ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচন ব্যবস্থা করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন অপরিহার্য।”

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ভোলা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোঃ জাকির হোসাইন; ভোলা-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য মাওলানা ফজলুল করিম; বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল; ভোলা জেলা নায়েবে আমীর ও ভোলা সদর-১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম এবং ভোলা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা মোঃ হারুনুর রশিদ।

এছাড়া উপস্থিত ছিলেন ভোলার কৃতি সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলার আমীর ও জেলা শূরা সদস্য মাওলানা মোঃ হাসান তারেক হাওলাদার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক। উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় এক হাজার কেন্দ্র কমিটির প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।