স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর হালিমুজ্জামান ননী, ড. শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, প্রভাষক বশির উদ্দিন, সুরুজ আহমেদ, মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের নেতা গাজী সালাহ উদ্দিন, কৃষকদলের আতাউর রহমান ও খান জাহিদ, এবং মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুরসহ আরও অনেকে।
এর আগে সকালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আরেক দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। এতে বক্তব্য রাখেন সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল মোতালেব, আবু তাহের মুসুল্লী, নুরুল ইসলাম সিকদার, আবু বকর সিদ্দিক চেয়ারম্যান প্রমুখ।
দোয়া মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মুনাজাত করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। বিএনপি নেতৃবৃন্দ এই দুর্ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন এবং সারাদেশে সর্বস্তরের জনগণকে নিহতদের জন্য দোয়া করার আহ্বান জানান।