বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউ এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পুরো এলাকাটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজ বুধবার দুপুর ২টায় এখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ধরে দলীয় নেতাকর্মীসহ অসংখ্য মানুষ মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকার দিকে ছুটে আসছেন। এদিকে জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকাতেও বিপুল ভিড় দেখা গেছে, যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে অবস্থান নিয়েছেন।
বেগম খালেদা জিয়াকে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। ইতোমধ্যে এখানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এভারকেয়ার হাসপাতাল থেকে সকাল ৯টার কিছু সময় আগে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়।
সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষ বারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন বেগম খালেদা জিয়াকে। পাশেই রয়েছে ফিরোজা নামের বাড়ি। যেখানে বেগম খালেদা জিয়া বসবাস করতেন।
গুলশানে তারেক রহমান রহমানের বাসভবন ও ফিরোজার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।