জামায়াতে ইসলামী যাংলাদেশের মানুষের আস্থার প্রতীক, এখন সারা দেশের মানুষ জামায়াত কে রাষ্ট্রীয় নেতৃত্বে দেখতে চায়, জামায়াত দেশের শাসক নয় সেবক হতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং জামালপুর -০১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী। তিনি ৩০ সেপ্টেম্বর মংগলবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কাউনিয়ারচর বাজারে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জামায়াতে ইসলামীর ডাংধরা ইউনিয়নের আমীর মাওলানা ঈমান আলীর সভাপতিত্বে ও মাওলানা নুরে আলম আফসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও অন্যতম নেতা জহুরুল হক লুলু, ডাংধরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম বিএসসি, স্থানীয় জামায়াত নেতা আকবর আলী, আবদুল আলিম, গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম মাষ্টার, ছাত্রনেতা জোনায়েদ ও সম্প্রতি জামায়াতে ইসলামীতে যোগদান কারী সাবেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আল আমিন মাহবুব আলী ও সদ্য জামায়াতে যোগদান কারী বিএনপি নেতা ইবরাহীম খলিল প্রমুখ বক্তৃতা করেন। প্রধান অতিথি নাজমুল হক সাঈদী বলেন ‘২৪ এর জুলাই আন্দোলনে ছাত্রজনতা ফ্যাসিস্ট, চাপাবাজ, দুর্নীতিবাজ, ধোকাবাজ ভারতীয় গোলামদেরকে হটিয়েছে চাঁদাবাজ, ধান্ধাবাজ, ভারতীয় দালালদেরকে ক্ষমতায় বসানোর জন্যে নয় বরং খুনী, গণহত্যাকারী, ফ্যাসিবাদের বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জনগণের প্রত্যাশিত সত্যিকারের গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে। জুলাই আন্দোলনের জাতীয় ঐক্য ভেঙে আজ যারা ভারতীয় ন্যারেটিভ অনুযায়ী আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে জাতীয় নির্বাচনে আনতে চায় জনগণ তাদেরকে ক্ষমা করবে না। খুন, গুম, গণহত্যার বিচার হওয়ার আগে নির্বাচন তো দুরের আওয়ামী লীগ সহ তার দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি করার এখতিয়ারও নেই। জনগণ তা হতে দেবেনা। খুনিদের বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে তার ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আজ জনগণের দাবি। প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সহ জামায়াতের ন্যায়সংগত দাবি মেনে নেয়ার জন্যে তিনি দাবি জানান এবং ঘুষ দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ পুর্ন সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে এবং জনগণের সেবক হবার জন্যে দিন রাত সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য জামায়াত কর্মীদের প্রতি আহবান জানান।