নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর দেশকে অর্থবহ স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য বৈষম্যহীন, সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের বিকল্প নেই। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন বলেন তিনি উল্লেখ করেন। শুক্রবার (২ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ চলাকালে তিনি এ সব কথা বলেন। এ সময় তার সঙ্গে ওয়ার্ড আমীর মো. রেজাউল ইসলাম, সেক্রেটারি মো. মিজানুর রহমান, সরকারি বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার শেখ আশরাফ হোসেন, জামায়াত নেতা মো. সিরাজ হাওলাদার, রুবেল বন্দ, সবুজ বন্দ, কামরুল বন্দ, মো. নূর ইসলাম, তানভীর হোসেন, বেলাল হোসেন , কামরুল মোল্লা, জামিরুল ইসলাম, মনির, বাবু, শাহিন, আলম, শফিকুল প্রমুখ। খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, একটি দল সমাজ বিধ্বস্ত করছে আর জামায়াত সেখানে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে। তাদের দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন ও ধর্ষণের বিপরীতে জামায়াতে ইসলামী ইতিবাচক কার্যক্রম পরিচালনা করেছে। তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আগামী নির্বাচন জাতির পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে।
রাজনীতি
নাগরিক সেবার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের বিকল্প নেই-অধ্যাপক মাহফুজুর রহমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন
Printed Edition