ঢাকা ১৩ আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মোহাম্মদ মোবারক হোসাইন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। ইসলামী দৃষ্টিকোণ থেকে দেহ ও প্রাণের সুরক্ষা করা ফরজের অন্তর্ভুক্ত। এ কথার মাধ্যমে স্পষ্ট হয় যে মানুষের জীবন রক্ষা ও সুস্থতা নিশ্চিত করা ইসলামী সমাজের অন্যতম দায়িত্ব।
বাংলাদেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আদাবর থানা কর্তৃক আয়োজিত ফি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির মোহাম্মদ আল আমিন সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা জোন টিম সদস্য- ডাক্তার শফিউর রহমান সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
মোহাম্মদ মোবারক হোসাইন বলেন- রাসূলুল্লাহ (সা.) তাঁর জীবদ্দশায় অসুস্থদের খোঁজখবর নিতেন, চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং মুসলমানদেরকে রোগীদের সেবা করার ব্যাপারে উৎসাহিত করেছেন। কিন্তু আজকের ভোগবাদী সমাজে স্বাস্থ্যসেবা কেবল ধনীদের ভোগ্যপণ্য হয়ে দাঁড়িয়েছে। অথচ ইসলামী সমাজব্যবস্থা কেবল ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে। তাই ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলেই প্রতিটি মানুষ তার প্রাপ্য স্বাস্থ্যসেবা সহজে পাবে, যা হবে মানবতার মুক্তি ও কল্যাণের একমাত্র পথ।
তিনি বলেন, একটি মানবিক রাষ্ট্রই পারে সকল স্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে। ইসলামের শিক্ষা আমাদের জানায়Ñন্যায়, সুবিচার ও পারস্পরিক সহমর্মিতা হলো সমাজ গঠনের মূল ভিত্তি। যেখানে থাকবে না দুর্নীতি, স্বজনপ্রীতি ও ব্যভিচার; বরং প্রতিষ্ঠিত হবে সৎ প্রশাসন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ। এমন রাষ্ট্রেই ধনী-গরিব, নারী-পুরুষ, শহর-গ্রামের মানুষ সমানভাবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রকৃত মানবিক রাষ্ট্র গড়ে উঠলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।
মেডিকেল ক্যাম্পে আসা আগত জনতার উদ্দেশ্যে তিনি জোর দিয়ে বলেন, যদি এই সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে আপনাদেরকে আর কখনো এভাবেই যার জন্য, রাস্তায় দাঁড়াতে হবে না, আপনাদেরকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে হাসপাতালেই চিকিৎসা সেবা প্রদান করা হবে ইনশাআল্লাহ । প্রেস বিজ্ঞপ্তি।