বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, অর্থনৈতিক মুক্তি, সাম্য ও বৈষম্যহীন সমাজ গঠনে যাকাতের ভূমিকা অপরিসীম। যাকাত ভিত্তিক সমাজে কোনো অর্থনৈতিক বৈষম্য থাকে না। একটি সুন্দর সুখী-সমৃদ্ধশালী সাম্যের রাষ্ট্র গঠনে যাকাতের ভূমিকা অনস্বীকার্য।
গতকাল রোববার ঢাকা মহানগরী মোহাম্মদপুর থানা জামায়াতে ইসলামী আয়োজিত থানা আমীর মোঃ মাসুদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালায় ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডক্টর মাওলানামোঃ আব্দুস সামাদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাহে রমজানের গুরুত্ব এবং ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বলেন, আমরা এমন একটি সুন্দর ইসলামী রাষ্ট্র চাই, যেখানে থাকবে না কোনো অর্থনৈতিক বৈষম্য। মোহাম্মাদপুর এলাকার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়নমূলক যেসব কাজ চলছে, তা সুন্দর ও সুষ্ঠুভাবে করতে সার্বিক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রে কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হতে পারে। সমাজে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।