সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) সংবাদদাতা : নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উত্তর থানা শাখার ৩ নং ওয়ার্ডে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসনের জামায়াতের এমপি পদ প্রার্থী ডঃ ইকবাল হোসাইন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা শাখার নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে পথসভা ও নির্বাচনী গণসংযোগ করেন। গতকাল ৩ অক্টোবর সকাল ৮ টায় স্থানীয় কয়েক শত নেতা কর্মী ও সমর্থক উক্ত গণসংযোগে অংশ নেয়। এ সময় ডঃ ইকবাল হোসাইন জনগণের সাথে সাক্ষাৎ করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। বটতলা জামে মসজিদ থেকে শুরু করে রসুলবাগ, মাদানীনগর, নিমাইকাশারী, সানারপাড়ের পারা মহল্লার বিভিন্ন এলাকা হয়ে সড়ক ও অলিতে গলিতে ভোটারদের সাথে সাক্ষাৎ করেন। এসময় এলাকার জনগণের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দিপনা লক্ষ করা যায়। গনসংযোগের এক পর্যায়ে ডঃ ইকবাল হোসাইন জুলাই বিপ্লবের শহিদ পারভেজের বড় ভাই এর সাথে স্বাক্ষাত করেন ও সার্বিক খোজ খবর নেন। উক্ত মিছিল ও গণসংযোগটির নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা শাখার আমির মাওলানা মোস্তফা কামাল।
গনসংযোগ শেষে সানারপাড় লন্ডন মার্কেটে সংক্ষিপ্ত আলোচানায় এমপি পদ পার্থী ডঃ ইকবাল হোসাইন বলেন, সম্মানীত সিদ্ধিরগঞ্জবাসি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ইসলামীক স্কলার ডাঃ সফিকুর রহমানের সালাম নিন দাঁড়িপাল্লায় ভোট দিন। আমি ডঃ ইকবাল হোসাইন নারায়নগঞ্জ ৩ আসনের (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) দাঁড়িপাল্লা প্রতিকে এমপি পদের জন্য মনোনিত হয়েছি। আমি আজকে সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদেরকে বলবো দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটি মানবিক, ইসলাম ভিত্তিক, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মান করতে সহযোগিত করুন। যেই সমাজে সন্ত্রাস থাকবেনা, চাদাবাজি থাকবেনা, দখলবাজি থাকবেনা, মাদক ব্যবসায়ীদের আস্থানা থাকবেনা। অধিকাংশ বেকার যুবকরাই মাদকাশক্ত হয়ে থাকে। তাই জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। অশিক্ষিত বেকার যুবকদের জন্যও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা কথা দিচ্ছি দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবেনা। ধর্মে গোত্রে মানুষে মানুষে ভেদা ভেদ থাকবেনা। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি ন্যায়ের পথে থাকবেন নাকি অন্যায়কে প্রস্রয় দিবেন।
থানা আমির মাওলানা মোস্তফা কামাল সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আমাদের একান্ত প্রচেষ্টাই পারে আগামীর নির্বাচনে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে। ইনশাআল্লাহ আমাদের প্রার্থীকে আমরা বিজয়ী করবই করব।
উক্ত গনসংযোগে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপন, আব্দুল খালক, রমজান আলী, শাহনেওয়াজ দ্বীপু, শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ।