চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাইকোড়তলা মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল। পরে পথসভায় নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচিত হলে ৩ মাসের মধ্যে দুর্নীতি দূর করা হবে এবং একটি সুশাসিত ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কেও মন্তব্য করেন।

একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন ও অর্ন্তর্বর্তী সরকারের ্রপ্রতি ধন্যবাদ জানান তফসিল নির্ধারিত সময়ে ঘোষণার জন্য, যা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় সহায়ক হবে। তিনি আরো বলেন, আইনের শাসন, জনগণের অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই। থাকবে না স্বজনপ্রীতি বা দলপ্রীতি। নিরীহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন রাজনীতি করতে চাই। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহঃ লতিফুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায আসলে নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিসহ সবকিছু বন্ধ হবে। ৫ আগস্টের পর একটি দল সারাদেশে চাঁদাবাজি শুরু করেছে।

আমরা ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবই না, কাউকে চাঁদাবাজি করতেও দেবো না। এসময় উপস্থিত ছিলেন, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, নায়েবে আমীর এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল।