কিশোরগঞ্জের নিকলী-বাজিতপুর আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মুঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমন (৪৫) কে ২০ ড্রাম ভর্তি মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে জেলে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার (১১ ই আগস্ট) বাজিতপুর থানা পুলিশ তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেন। আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

অভিযোগ সুত্রে জানাযায়, বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছ চাষী আবু তাহের (৭৫) গতকাল রোববার ১০ আগস্ট সকাল ১১ টায় ২০ ড্রাম ভর্তি পাংগাশ মাছ টমটমে উঠিয়ে কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা স্বনির্ভর বাজারের মাছের আড়তে বিক্রি করতে নিয়ে আসার জন্য রওয়ানা করে । মাছ ব্যবসায়ী আবু তাহের বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রীজটি অতিক্রম করার সময় মফিজুর রহমান সুমন ও তার ৪-৫ জন সহযোগীদর নিয়ে গাড়ির গতিরোধ করে আবু তাহেরকে টমটম থেকে জোরপূর্বক নামিয়ে দেয় এমপি পুত্র সুমন এবং তার সাঙ্গপাঙ্গরা । এরপর সুমন মাছের গাড়িটি নিয়ে কটিয়াদী উপজেলার স্বনির্ভর বাজারে মাছের আড়তে নিয়ে আসে। মাছের মালিক আবু তাহের অন্য একটি গাড়িতে উঠে এসে স্বনির্ভর বাজারে তাদেরকে দেখতে পেয়ে দ্রুত কটিয়াদী মডেল থানায় এসে একটি মৌখিক অভিযোগ দিলে এসআই মাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মফিজুর রহমান সুমনকে আটক করলেও তার সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্বনির্ভর বাজারে ২০ ড্রাম মাছের মধ্যে ১২ ড্রাম মাছ এমপি পুত্র সুমন ও তার সাঙ্গপাঙ্গরা বিক্রি করে। বাকি ৮ ড্রাম মাছ সরারচর বাজারে আরতেই বিক্রি করে বলে জানা গেছে। এ ঘটনায় কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বাজিতপুর থানার ওসি মো. মুর্শেদ জামানকে অবহিত করেন। বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন এসআই শ্যামল দেবনাথকে পাঠিয়ে কটিয়াদী থানায় আটক এমপি পুত্র মফিজুর রহমান সুমনকে বাজিতপুর থানায় নিয়ে যান।

মাছ চাষী আবু তাহের জানান, আমার বিশ ড্রাম ভর্তি পাংগাশ মাছের গাড়িটি জোর করে সাবেক এমপির ছেলে সুমন ও তার সহযোগীরা নিয়ে যায়। কটিয়াদী থানা পুলিশ সুমনকে আটক করে। কটিয়াদী থানা পুলিশের সহায়তায় স্বনির্ভর বাজারে বিক্রয়কৃত ১২ ড্রাম মাছের মূল্য বাবদ ৬০,০০০ টাকা উদ্ধার করতে পেরেছি। ১২ ড্রাম মাছের আনুমানিক মূল্য এক লক্ষ২০ হাজার টাকা। সরারচর বাজারে বিক্রিয়কৃত ৮ ড্রাম মাছের মূল্য কিংবা মাছ এখনো ফেরত পাইনি।

বাজিতপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির জানান, মফিজুর রহমান সুমন বিএনপি দলীয় সাবেক এমপি মজিবুর রহমান মুঞ্জুর ছেলে। তিনি বিএনপি কিংবা অন্য কোন অঙ্গ সংগঠনের নেতা না । মাছের গাড়ি ছিনিয়ে নেয়ার ঘটনাটি আমি শুনেছি। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, সকালে আবু তাহের নামে এক মাছ চাষীর মাছ ভর্তি গাড়ি ছিনতাইয়ের অভিযোগে মফিজুর রহমান সুমন নামে একজনকে আটক করি। বাকিরা পালিয়ে যায়। অভিযোগকারী ও আটক ব্যক্তি বাজিতপুর থানার হওয়ায় আটক সুমনকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী মাছ ব্যবসায়ী আবু তাহের এ প্রতিনিধি কে জানান এই ঘটনায় আমি বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে কটিয়াদী থানায় আটক মফিজুর রহমান সুমনকে বাজিতপুর থানায় নিয়ে এসেছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।