ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েই ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম নিয়েছে তাতে তারা দেশের জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে ।
তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্বাচন কমিশন যেমন ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে বিতর্কিত হয়েছে, তেমনিভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের পরে নব গঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হোঁচট খেয়ে জনগণের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা অনেক নাগরিক স্থায়ী ঠিকানাবিহীন থাকার কারণে তাদেরকে ও ভোটার তালিকার বাইরে রাখার সংবাদ উদ্বেগজনক। যোগ্য একজন নাগরিক কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বাইরে থাকবে এর জবাব বর্তমান নির্বাচন কমিশনকে দিতে হবে। যোগ্য প্রত্যেক ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিশ্চিত করা কমিশনের দায়িত্ব।
সভায় নেতৃবৃন্দ ভোটার হওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে সময় বৃদ্ধি করে ব্যাপক প্রচারণা চালানো এবং স্থায়ী ঠিকানাবিহীন ব্যক্তিদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।