ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয় অর্জিত হওয়ার পর বাংলাদেশ বিরোধী একটি মহল এই চেতনাকে ছিনতাই করার চেষ্টা করছে। আমি বলতে চাই জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার ছিল ইসলামী জনতা। যার বীজ তৈরি হয়েছিল ২০১৩ সনে শাপলা চত্বরে। বীজ রচিত হয়েছিল ২০২১ সালে মুদি বিরোধী আন্দোলনে। আমরা সেদিন বছরের পর বছর ফ্যাসিবাদের জুলুম নির্যাতনে কারাগারের অন্ধকার প্রকোষ্টে নিক্ষিপ্ত ছিলাম।

তিনি গতকাল শনিবার বিকেলে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ- ২ আসনে দলের মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

তিনি আরও বলেন, জুলুম নির্যাতন সহ্য করেছি কিন্তু কোন ফ্যাসিবাদ স্বৈরাচারের সাথে আপোষ করি নাই। আমাদের কাক্সিক্ষত বিজয়ে সোনার বাংলাদেশ গড়েই তুলব ইনশাআল্লাহ। এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর বাংলার মানুষ কোন দুর্নীতিবাজ ফ্যাসিবাদের কাছে যেতে চায় না। যারা জাতীয় শহীদদের শ্রদ্ধা করেনা সেদেশের উন্নয়ন হয়না। নির্বাচনের আগে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।