বিভাগীয় শহরগুলাতে হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ করা হবে’ এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমত হয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা: তাহের বলেন, আজকে আলোচনার হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে। একান্ত ও এককভাবে রাষ্ট্রপতি যা ইচ্ছে তাই করেন, এতে অনেকভাবেই খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে সরকার যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। বিচার নিশ্চিত করতে, কোনো দাগি-খুনি-আসামি যেন ক্ষমতার ফাঁকফোকরে এখন থেকে ছাড়া না পায়।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন বলেছে, রাষ্ট্রপতি ক্ষমার বিষয়ে একটি বডি সুপারিশ করা হয়েছে, বডির সুপারিশক্রমে রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করতে পারবেন। তবে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত অপরাধের বিষয়ে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। কিন্তু ব্যক্তিগত অপরাধের বিপরীতে যদি বিচার হয়, যেমন একজনের বাবাকে হত্যা করার কারণে ফাঁসি হয়েছে, সেটায় বডি বা রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন না। আমরা বলেছি, ক্ষতিগ্রস্ত পরিবারের বৈধ উত্তরসূরি যদি ক্ষমা করতে রাজি হয়, তবেই তাকে ক্ষমা করার সুপারিশ বডি করতে পারে। এর আগে নয়। এটা নিউ ডাইমেনশন (নতুন মাত্রা) দিবে।
তিনি আরো বলেন, ‘আমরা ঐকমত্য হয়েছি, আমাদের ইউনিক, একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এককেন্দ্রিক ঢাকায়। আর বিভাগীয় শহরগুলাতে হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ করা হবে। এটা সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। এ দু’টি আজকের বৈঠকের এচিভমেন্ট (অর্জন)।