চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন ফটিকছড়িতে রাজনীতির গুনগত পরিবর্তন আনতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শেষে গণমাধ্যম কর্মীদেরকে এসব বলেন।তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার, দোকানপাট, খোলা মাঠ থেকে শুরু করে পাহাড়ি জনপদের প্রত্যন্ত গ্রামেও দিনভর প্রচারণা করেন।সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন বিজ্ঞ এ শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।গণসংযোগকালে তিনি আরও বলেন,“ফটিকছড়ির মানুষ পরিবর্তন চায়। যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, ভয়-ভীতি ও দুঃশাসন চাপিয়ে দিয়েছে—তাদের বিরুদ্ধে আজ মানুষ এক কণ্ঠে দাঁড়িয়েছে। আমি জনগণের পাশে থেকেই শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চাই।”
স্থানীয় বাজার ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষ নুরুল আমিনকে ঘিরে যে উৎসাহ-উদ্দীপনা দেখিয়েছেন, তা পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তার প্রচারণায় বিভিন্ন পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণসংযোগ শেষে তিনি দোয়া কামনা করে বলেন, “ফটিকছড়ির মানুষ আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, তা আমার জন্য অনুপ্রেরণা। জনগণের দোয়া ও ভোটে বিজয়ী হয়ে এ এলাকার প্রকৃত উন্নয়নে কাজ করতে চাই।”
গণসংযোগে উপজেলা ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।