গাজীপুর–৪ (কাপাসিয়া) আসনে দাড়ি–পাল্লার সমর্থনে শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী শক্তি–প্রদর্শন। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবীর নেতৃত্বে প্রায় দুই হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে কাপাসিয়া উপজেলা ব্যাপী অনুষ্ঠিত হয় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা।

সকালে কাপাসিয়া সদর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম সূর্যনারায়ণপুর স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর বিশাল মোটরসাইকেল বহরটি কাপাসিয়া উপজেলা সদর, ফকির মজনু শাহ সেতু, তরগাঁও হাসপাতাল মোড়, আমরাইদ বাজার, বীর উজুলী, টোক ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আড়ালিয়া, বারিষাব ও ঘাগটিয়া ইউনিয়নের চালারবাজার পেরিয়ে তাজউদ্দীন আহমদ চত্বর এলাকায় এসে শেষ হয়।

এমন শক্তিশালী শোডাউনে পুরো কাপাসিয়া জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দাড়ি–পাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রধান প্রধান সড়ক। এলাকাবাসীর অনেকে ঘর থেকে বের হয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর–৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী।

তিনি বলেন, কাপাসিয়ার মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। আজকের এই শোভাযাত্রা প্রমাণ করেছে জনগণ দাড়ি–পাল্লার পক্ষে ঐক্যবদ্ধ।

এছাড়াও বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট আলেম মাওলানা শেফাউল হক,কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা,সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন,সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, কাপাসিয়ায় জনতার সাড়া প্রমাণ করে—আসন্ন নির্বাচনে দাড়ি–পাল্লাই হবে পরিবর্তনের প্রতীক এবং ন্যায়–ইনসাফের সংগ্রামের বিজয়ী ধ্বজা।